বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ২ মাসে তেলবহির্ভূত বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২৪ 

news-image

ইরানের তেল-বহির্ভূত বাণিজ্য চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে (২০ মার্চ থেকে ২১ মে) ২৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইসলামিক রিপাবলিক অব ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন (আইআরআইসিএ) থেকে এই চিত্র পাওয়া গেছে।

ইরান উল্লিখিত দুই মাসে ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৩ দশমিক ৫ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। যা মূল্য ও ওজনের দিক থেকে যথাক্রমে ৩ দশমিক ৭৭ শতাংশ এবং ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

অন্যদিকে, উল্লিখিত সময়ে দেশটিতে ৯ দশমিক ১ বিলিয়ন মূল্যের প্রায় ৫ দশমিক ৮ মিলিয়ন টন পণ্য আমদানি করা হয়। যা মূল্যের দিক থেকে ৯ দশমিক ১৯ শতাংশ এবং ওজনের দিক থেকে ১৩ দশমিক ২৯ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ