সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সকল পাওনা পরিশোধ করেছে তেল কোম্পানী শেল

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০১৬ 

news-image

ইরানে তেল বিক্রি সংক্রান্ত সব বকেয়া পরিশোধ করেছে আন্তর্জাতিক তেল কোম্পানি রয়েল ডাচ শেল। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ঋণ পরিশোধ কমিটির প্রধান আলী আসগর হেন্দি এ ঘোষণা দিয়েছেন। ইরানের কাছে শেলের বকেয়া অর্থের পরিমাণ ২০০ কোটি ডলার ছিল বলে এর আগে জানিয়েছিলেন তিনি।

গত মাসের গোড়ায় দেয়া এক ঘোষণায় শেল বলেছিল, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি বা এনআইওসি’র কাছে বকেয়া ১৭৭ কোটি ইউরো পরিশোধ করেছে। জানুয়ারি মাসে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ বকেয়া শোধ করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের কারণেই সরবরাহকৃত তেলের দাম পরিশোধ করতে পারে নি শেল। অবশ্য ডলারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইউরোতে বকেয়া পরিশোধ করেছে শেল। এ ছাড়া, বকেয়া পরিশোধের মধ্য দিয়ে শেলের ইরানি তেলের বাজারে ঢোকার পথ তৈরি হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আইআরআইবি, প্রেস টিভি