ইরানের ১৫ বছরে তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৪৮৩ শতাংশ
পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০১৯

বিগত ১৫ বছরে ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৪৮৩ শতাংশ। গত মঙ্গলবার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মাদ রেজা মোদুদি এই তথ্য জানিয়েছেন।
টিপিও এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিপিও এর ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে মোদুদি উল্লেখ করেন, তার দেশের বাৎসরিক তেলবহির্ভূত রপ্তানির পরিমাণ বর্তমানে ৪৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ১৫ বছর আগে টিপিও যখন প্রতিষ্ঠিত হয় তখন এই রপ্তানির পরিমাণ ছিল ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। অর্থাৎ ১৫ বছরে রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার।
এই কর্মকর্তার তথ্য মতে, প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক হারে তেলবহির্ভূত রপ্তানি বাড়তে দেখা গেছে। ১৫ বছরের ব্যবধানে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার থেকে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ বিলিয়ন ডলার।
জুনের শুরুর দিকে মোদুদি জানিয়েছিলেন, চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে ইরানের তেলবহির্ভূত রপ্তানির পরিমাণ পৌঁছেছে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।