শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ১১ মাসে ৬৫.৫ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত বাণিজ্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ১১ মাসে (২০ মার্চ ২০২০ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২১) ইরানের তেলবহির্ভূত বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ মিলিয়ন টন। যার আর্থিক মূল্য প্রায় ৬৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মেহদি মির আশরাফি এই তথ্য জানান।

তিনি বলেন, উল্লিখিত সময়ে ইরান বিদেশি গন্তব্যে ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ১০৩ মিলিয়ন টন মালামাল রপ্তানি করে। অন্যদিকে ওই সময়ে দেশটিতে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৩০ দশমিক ৮ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্যসামগ্রী আমদানি হয়।

বছরের প্রথম ১১ মাসে ইরানি তেলবহির্ভূত পণ্যের শীর্ষ পাঁচ রপ্তানি গন্তব্য ছিল চীন ৮ দশমিক ১ বিলিয়ন ডলার, ইরাক ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৪ দশমিক ১ বিলিয়ন ডলার, তুরস্ক ২ দশমিক ২ বিলিয়ন ডলার ও আফগানিস্তান ২ দশমিক ১ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।