ইরানের ১০ মাসে ৪.৮ বিলিয়ন ডলারের কৃষি-খাদ্য পণ্য রপ্তানি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৪

ইরান চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০২৩ থেকে ২০ জানুয়ারি ২০২৪) ৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৬ দশমিক ৭ মিলিয়ন টনেরও বেশি কৃষি ও খাদ্য পণ্য রপ্তানি করেছে।
ইরানের শিল্প মন্ত্রণালয়ের ইরান হাউজ অব ইন্ডাস্ট্রি, মাইন অ্যান্ড ট্রেডের ট্রেড ডেভেলপমেন্ট কমিশনের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি মঙ্গলবার এই তথ্য জানান। তিনি বলেন, ইরান বছরের প্রথম দশ মাসে ৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৬ দশমিক ৭৭ টন মৎস্য, পশুসম্পদ, কৃষি এবং খাদ্য পণ্য রপ্তানি করেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় পরিমাণ এবং মূল্যের দিক থেকে রপ্তানি যথাক্রমে ৮ দশমিক ৪ শতাংশ এবং ২২ শতাংশ।
রপ্তানি এসব পণ্যের মধ্যে প্রধানত দুগ্ধজাত, পেস্তা, টমেটো, আপেল এবং মৎস্য পণ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: মেহর নিউজ