ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/11/4754369.jpg)
ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে দেশটির স্টোরেজ সুবিধায় তিন বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুত করা হয়েছে।
খোজাস্তে-মেহের বলেন, উল্লিখিত গ্যাস শীত মৌসুমে জাতীয় নেটওয়ার্কে প্রবেশ করানো হবে।
ইরানি এই কর্মকর্তা আরও জানান, এই রেকর্ড প্রমাণ করে অতীতের তুলনায় সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বর্তমান ধারা অব্যাহত থাকলে শীতকালে গ্যাসের অভাব সংশ্লিষ্ট সমস্যার কিছুটা সমাধান হবে। সূত্র: মেহর নিউজ