রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের হামেদানে কৃষি পর্যটন ফার্মের উদ্বোধন

পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২১ 

news-image

ইরানের পশ্চিম কেন্দ্রীয় হামেদান প্রদেশের মালায়ের শহরে দুটি কৃষি পর্যটন ফার্মের উদ্বোধন করা হয়েছে। মালায়েরের পর্যটন প্রধান ইব্রাহিম জালিলি বুধবার এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বেসরকারি খাত পরিচালিত ফার্ম দুটি প্রতিষ্ঠার লক্ষ্য এ অঞ্চলে পর্যটনের প্রসার ঘটানো এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থান তৈরি করা।

জালিলি আরও বলেন, কৃষি পর্যটন ফার্ম নির্মাণ করে কৃষকরা খামার এলাকা পরিবর্তন ছাড়াই উঠতি ফসলের জন্য আলো ও সংশ্লিষ্ট কাঠামোগুলো ব্যবহার করতে পারেন।

তিনি জানান, মালায়েরের আঙ্গুর এবং কিশমিশ বিশ্বব্যাপীই সমাদৃত। এসব ফার্মে বেশিরভাগ জুড়েই এই ধরনের ফসল ফলানো হবে। পর্যটকরা এসব ফার্মে কয়েক ঘণ্টা সময় কাটাতে পারবেন। কাছ থেকে জানতে পারবেন চাষাবাদের পদ্ধতি ও প্রথা সম্পর্কে। সূত্র: তেহরান টাইমস।