ইরানের হাতে-বোনা গালিচা রপ্তানি বেড়েছে ৮০ ভাগ
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২১
চলতি ফারসি বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ইরানের হাতে-বোনা গালিচা রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইরানের জাতীয় গালিচা কেন্দ্রের পরিচালক ফারাহনাজ রাফে মঙ্গলবার এই তথ্য জানান।
তিনি বলেন, ইরানের হাতে-বোনা গালিচা রপ্তনি থেকে বছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৮৪ দশমিক ৬ শতাংশ। এই রপ্তানি বেড়েছে মূল্য ও ওজন উভয় দিক দিয়েই।
ফারাহনাজ রাফে আরও জানান, বিশ্বের ৩৩টি দেশ ইরান থেকে হাতে-বোনা গালিচা আমদানি করে। এরমধ্যে উল্লিখিত সময়ে সর্বোচ্চ আমদানির দিক দিয়ে জাপান ও জার্মানি শীর্ষে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।