ইরানের স্বাস্থ্য খাতে কাজ করছে ১৩শ’র অধিক জ্ঞান-ভিত্তিক সংস্থা
পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২৩

ইরানে বর্তমানে কার্যক্রম পরিচালনাকীর ৮ হাজার ৮৯১টি জ্ঞানভিত্তিক কোম্পানির মধ্যে ১ হাজার ৩১৩টি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য খাতে সক্রিয় প্রায় ৪০ শতাংশ কোম্পানি ফার্মাসিউটিক্যালস, উন্নত ডায়াগনস্টিক কিট এবং চিকিৎসা পণ্য নিয়ে কাজ করছে। বার্তা সংস্থা ইরনা রোববার পানাহিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে ১৩শ ১৩টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি রয়েছে। এর মধ্যে ২৮ শতাংশ চিকিৎসা সরঞ্জাম এবং ৩২ শতাংশ কৃষি, প্রযুক্তি এবং খাদ্য শিল্প নিয়ে কাজ করছে। সূত্র: তেহরান টাইমস