ইরানের স্পঞ্জ লোহা রপ্তানি বেড়েছে ৭৭ শতাংশ
পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২০

গত ফারসি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরান ৯ লাখ ৪২ হাজার টন ডিরেক্ট রিডাকশন আয়রন (ডিআরআই) তথা স্পঞ্জ লোহা রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা ৭৭ শতাংশ বেশি।
ইরানের ইস্পাত উৎপাদক সমিতির (আইএসপিএ) পরিসংখ্যান মতে, আগের বছর (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) দেশটি থেকে ৫ লাখ ৩৩ হাজার টন ডিআরআই রপ্তানি হয়েছে।
আইএসপিএ জানায়, গত বছর ইরানে ২ কোটি ৭৯ লাখ ৭ হাজার টন ডিআরআই উৎপাদন হয়েছে। আগের বছরের তুলনায় এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ। আগের বছর (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) দেশটিতে ২ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টন স্পঞ্জ লোহা উৎপাদন হয়েছিল।
ভারতের পর ইরানকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্পঞ্জ লোহা উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচনা করা হয় বলে জানায় আইএসপিএ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।