শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের স্থলবাহিনী বিশ্বের পঞ্চম শক্তিধর: জেনারেল কিয়োমার্স

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনবাহিনীর পদাতিক ইউনিট হচ্ছে বিশ্বের পঞ্চম শক্তিধর স্থলবাহিনী। এ কথা বলেছেন ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি।

তিনি শনিবার)আরও বলেছেন, স্থলবাহিনীই যুদ্ধের সমাপ্তি ঘটায়, নির্ণায়ক ভূমিকা পালন করে। আর্টিলারি বিভাগ ইরানের সশস্ত্র বাহিনীর একটি বড় শক্তি বলে তিনি মন্তব্য করেন।

কিয়োমার্স হেইদারি আরও বলেন, ইরানি জাতি কখনোই সাম্রাজ্যবাদীদের কাছে নতিস্বীকার করবে না। কেউ যদি ইরানের জনগণের নিরাপত্তা ও আদর্শের ওপর আঘাত হানে তাহলে সশস্ত্র বাহিনী এর দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি জানান।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এক ভাষণে বলেন, শত্রুরা তাদের নিজেদের দুর্বলতা ও অক্ষমতা ঢাকতে নানা হুমকি-ধমকি দেয়। কিন্তু তারা তাদের হুমকি বাস্তবায়ন করতে পারবে না।পার্সটেুডে।