ইরানের স্টিলপণ্য রপ্তানি ৮ ভাগ বেড়েছে
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/11/3294431-1.jpg)
চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরানের দশটি বড় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের রপ্তানি ৪ দশমিক ০৪৯ মিলিয়ন টনে পৌঁছেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় এবছর এসব কোম্পানির রপ্তানি বেড়েছে আট ভাগ। বুধবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।
ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী জাফর সারকিনির তথ্যমতে, চলতি ইরানি বছরের শেষ নাগাদ (১৯ মার্চ ২০২০) রপ্তানি বাড়িয়ে ১২ মিলিয়ন টনে ঠেকানোর পরিকল্পনা রয়েছে শিল্প মন্ত্রণালয়ের।
এরআগে সারকিনি জানিয়েছিলেন, বছর শেষে উল্লিখিত পরিমাণ স্টিলপণ্য রপ্তানি করে ইরানের ৯ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।
ফারসি বছর ১৪০৪ সাল নাগাদ (মার্চ ২০২৫ থেকে মার্চ ২০২৬) ইরানের ৫৫ মিলিয়ন টন স্টিলপণ্য উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্য থেকে ৪০ ভাগ রপ্তানি করবে দেশটি।
সোমবার শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে মোট উৎপাদিত অপরিশোধিত স্টিলপণ্যের ৬২ ভাগ উৎপাদন হয় ইরানে। তার দেশ এই উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।