শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের স্টিলপণ্য উৎপাদন বেড়েছে ৯ শতাংশ

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মাচ থেকে ২২ জুলাই) ইরানের স্টিল মিলগুলোতে মোট ৪ দশমিক ১২ মিলিয়ন টন স্টিল পণ্য উৎপাদন হয়েছে। ইরানের খনি ও খনি শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থা আইএমআইডিআরও প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদন মতে, ইরানে গরম এবং ঠাণ্ডা-ঘূর্ণিত কয়েল, রেবার, বীম, পাইপ, প্রশস্ত এবং জালিত শিটসহ স্টিল পণ্যের মোট উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। 

উল্লিখিত চার মাসে উৎপাদিত স্টিল পণ্যের সিংহভাগ উৎপাদন করেছে দেশটির বৃহত্তম স্টিল উৎপাদক প্রতিষ্ঠান মোবারাকেহ স্টিল কোম্পানি। মোবারাকেহ স্টিল ও এর অধীনস্থ প্রতিষ্ঠান সাবা স্টিল মোট ২ দশমিক ৩৬ মিলিয়ন টন স্টিল পণ্য উৎপাদন করেছে। 

ইরানের বড় বড় স্টিল উৎপাদক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসফাহান স্টিল কোম্পানি ৭ লাখ ৭৬ হাজার ২৫৩ টন, অক্সিন স্টিল কোম্পানি ২ লাখ ৯৪ হাজার ১৭৪ টন, খোরাসান ইস্পাত কোম্পানি ২ লাখ ১৭ হাজার ৪১ টন, আযারবাইজান ইস্পাত কোম্পানি ১ লাখ ১৬ হাজার ৬২৯ টন, আইএএসসিও ৯৫ হাজার ৯৮৪ টন এবং চাহারমাহাল-বখতিয়ার অটোমোটিভ শিট কোম্পানি ৮৩ হাজার ৯৫২ টন স্টিল উৎপাদন করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।