ইরানের সোলেমানি প্রাচীন রাজপ্রাসাদে দর্শনার্থী প্রবেশের অনুমতি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/02/3684574.jpg)
কাজার যুগের (১৭৮৯ থেকে ১৯২৫ সাল) প্রাচীন রাজপ্রাসাদ সোলেমানি। ইরানের তেহরান প্রদেশের পশ্চিমে কারাজে এটি অবস্থিত। সম্প্রতি প্রাসাদ জাদুঘর হিসেবে দর্শনার্থী গ্রহণের অনুমতি লাভ করেছে রাজকীয় কমপ্লেক্সটি।
প্রাসাদটির বিভিন্ন অংশ ও আঙ্গিনায় গত দুই মাসে ব্যাপক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। পশ্চিমা ধাঁচের স্থাপনাটিতে রয়েছে পূর্ববর্তী পারস্য কারুশিল্প এবং স্থাপত্যের সফল মিশ্রণ।
মাটির ইটের তৈরি প্রাসাদটি কাজার রাজা ফাথ আলি শাহের নির্দেশে ১৯শতকের শুরুর দিকে নির্মাণ করা হয়। রাজার ৩৪তম সন্তান সোলেমান মির্জার নামে প্রাসাদটির নামকরণ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতিস্তম্ভটিকে স্থাপত্যের একটি উদ্ভাবনী মডেল হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৮ সালে স্থাপনাটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। সূত্র: তেহরান টাইমস।