ইরানের সেলুলোজ পণ্য রপ্তানি ১শ মিলিয়ন ডলার ছাড়িয়েছে
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২১

গত ফারসি বছরে ইরান ১শ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সেলুলোজ রপ্তানি করেছে। দেশটির শিল্প, খনিজ ও বাণিজ্য উপ–মন্ত্রী মেহদী সাদেকি নিয়ারাকি এ তথ্য জানান। তিনি বলেন গত এক দশকে সেলুলোজ উৎপাদনে বিস্ময়কর সাফল্য পেয়েছে ইরান। এক সময় ইরান টিস্যু পেপার আমদানিকারক দেশ ছিল। এখন ইরান টিস্যু পেপার রপ্তানি করছে। ইরানে পেপার, কার্ডবোর্ড, সেলুলোজ পণ্য ও এ খাতের যন্ত্রাংশ নিয়ে চতুর্থ ইন্টারন্যাশনাল স্পেশালাইজড এক্সিবিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, গত বছর ইরানে টিস্যু ও প্যাকেজিং পেপার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং নতুন ফারসি বছরের গত দুই মাসে তা ৭ লাখ টনেরও বেশি উৎপাদন হয়েছে। ইরানে সবধরনের সেলুলোজ পণ্য উৎপাদনে উৎপাদকদের সক্ষমতা অর্জিত হয়েছে। তারা দেশটির এ খাতে সব ধরনের চাহিদা পূরণ করতে পারছেন। তবে এ খাতে কাঁচামাল এখনো আমদানি করতে হচ্ছে। ইরানে বছরে ১ লাখ ২০ হাজার টন স্যানিটারি টিস্যু ব্যবহৃত হয়ে থাকে। উৎপাদন হয় ২ লাখ টন। তেহরান টাইমস