শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সেলুলোজ পণ্য রপ্তানি ১শ মিলিয়ন ডলার ছাড়িয়েছে  

পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২১ 

news-image

গত ফারসি বছরে ইরান ১শ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সেলুলোজ রপ্তানি করেছে। দেশটির  শিল্পখনিজ ও বাণিজ্য উপমন্ত্রী মেহদী সাদেকি নিয়ারাকি এ তথ্য জানান। তিনি বলেন গত এক দশকে সেলুলোজ উৎপাদনে বিস্ময়কর সাফল্য পেয়েছে ইরান। এক সময় ইরান টিস্যু পেপার আমদানিকারক দেশ ছিল। এখন ইরান টিস্যু পেপার রপ্তানি করছে। ইরানে পেপারকার্ডবোর্ডসেলুলোজ পণ্য ও এ খাতের যন্ত্রাংশ নিয়ে চতুর্থ ইন্টারন্যাশনাল স্পেশালাইজড এক্সিবিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, গত বছর ইরানে টিস্যু ও প্যাকেজিং পেপার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং নতুন ফারসি বছরের গত দুই মাসে তা ৭ লাখ টনেরও বেশি উৎপাদন হয়েছে। ইরানে সবধরনের সেলুলোজ পণ্য উৎপাদনে উৎপাদকদের সক্ষমতা অর্জিত হয়েছে। তারা দেশটির এ খাতে সব ধরনের চাহিদা পূরণ করতে পারছেন। তবে এ খাতে কাঁচামাল এখনো আমদানি করতে হচ্ছে। ইরানে বছরে ১ লাখ ২০ হাজার টন স্যানিটারি টিস্যু ব্যবহৃত হয়ে থাকে। উৎপাদন হয় ২ লাখ টন। তেহরান টাইমস