মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সেমনানে তিন এশীয় চিতার সন্ধান

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২০ 

news-image

কেন্দ্রীয় ইরানের সেমনান প্রদেশের শারুদে তিনটি এশিয়াটিক চিতার দেখা পেয়েছেন দেশটির পার্ক রেঞ্জার্সরা। সোমবার ইরানের পরিবেশ দপ্তরের প্রাদেশিক কার্যালয়ের প্রধান আমির আবদুস এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খার তুরান ন্যাশনাল পার্ক (তুরান বন্যপ্রাণী আশ্রয়স্থল হিসেবেও পরিচিত) এর নিকটে বিয়ারজোমান্দ গ্রামের কাছে এশিয়াটিক চিতার তিন সদস্যের একটি গ্রুপ ছবি ধারণ করতে সক্ষম হন একজন পার্ক রেঞ্জার।

আবদুস জানান, চিতা বাঘগুলির সন্ধান পাওয়ায় ওই অঞ্চলে বিপন্ন প্রজাতির প্রাণীটি টিকে রয়েছে বলে আশা জেগেছে। তিনি আরও জানান, বসন্তের মাঝামাঝি বিয়ারজোমান্দের নিকটে দুটি চিতা শাবকের দেখা মিলে। এতে ইঙ্গিত পাওয়া যায়, অঞ্চলে প্রাণীটির সংখ্যা বাড়ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।