ইরানের সেনাবাহিনীর নতুন সাফল্য উন্মোচন
পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী নতুন কিছু সাফল্যের মোড়ক উন্মোচন করেছে। রোববার সকালে সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আবদুলরহিম মুসাভি, সমন্বয় বিষয়ক ইরানের সেনাবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়্যারি এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সাফল্যের উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সুপার হেভি ট্রেলার ট্রাক, ১০০ টন ও ৬০ টন বহনে সক্ষম অপ্টিমাইজড সুপার হেভি যান, ল্যাবরেটরি, সার্জারি রুম, রেডিওলজি, আইসিইউসহ ভ্রাম্যমাণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং ৬ জন আহত ব্যক্তিকে বহন করতে সক্ষম সাঁজোয়া অ্যাম্বুলেন্স উন্মোচন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।