শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সিস্তান-বালুচিস্তানে পর্যটকদের ঢল

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০১৭ 

news-image

ইরানের সিস্তান-বালুচিস্তানে পর্যটক বেড়ে গেছে। দুই সপ্তাহে সেখানে ৬ লাখ ৯৩ হাজার পর্যটক প্লেনে ও ট্রেনে ভ্রমণ করেছেন। বন্দর শহর চবাহার,মাটির আগ্নেগিরি, ঐতিহাসিক প্রাসাদ, বাগান সব মিলিয়ে ভ্রমণ পিয়াসুদের কাছে সিস্তান-বালুচিস্তান খুবই কাছে টানে। এজন্যেই দেশি ও বিদেশি পর্যটক মিলে তাদের ভ্রমণ বৃদ্ধি পেয়েছে ৬ ভাগেরও বেশি। হিসেবে ২ লাখ পর্যটক সেখানে গেলে তাতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায় ১ শতাংশ।

পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে সড়কের ধারে লজ বৃদ্ধি করা হয়েছে ১১ টি থেকে ২৫টিতে। ১৯টি মোটেল নির্মাণ করা হচ্ছে। চারটি বিমান বন্দর থাকলেও তৈরি হচ্ছে আরেকটি বিমান বন্দর। ওমান সাগরের উপকূলে চবাহারের ভৌগোলিক অবস্থান অসাধারণ। রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। ফ্লামিঙ্গো, সারস ও নানা সামুদ্রিক পাখ পাখালির ঝাঁক সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন