ইরানের সিমেন্ট রপ্তানিতে আয় ১২৮ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০
চলতি ফারসি বছরের প্রথম পাঁচ মাসে (২০ মার্চ থেকে ২১ আগস্ট) ইরান ৫ দশমিক ৮৪৭ মিলিয়ন টন সিমেন্ট রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ১২৭ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) এই তথ্য জানিয়েছে।
উল্লিখিত পাঁচ মাসে ইরানি সিমেন্টের প্রধান প্রধান আমদানিকারক দেশ ছিল ভারত, আফগানিস্তান, রাশিয়া, ইরাক, কাতার, কেনিয়া, কুয়েত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, বাংলাদেশ, চীন এবং ওমান। এই সময়ে সবচেয়ে বেশি সিমেন্ট আমদানি করেছে ইরাক, কুয়েত ও আফগানিস্তান।
ইরানে বছরে ৮৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদিত হয় এবং দেশটির অভ্যন্তরীণ চাহিদা ৬৫ মিলিয়ন টন। ইরান বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তম সিমেন্ট উৎপাদক দেশ। গত বছর দেশটি ৭ বিলিয়ন ডলারের নির্মাণ সামগ্রী রপ্তানি করেছে। সূত্র: হেরান টাইমস।