ইরানের সাহান্দকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিলো হু
পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২১

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের নতুন শহর সাহান্দকে স্বাস্থ্যকর শহর হিসেবে পুরস্কৃত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মঙ্গলবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। হু এর স্বাস্থ্যকর শহর কর্মসূচির আওতায় এই ইরানি শহরটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।
হু তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি ডা. সৈয়দ জাফর হুসাইন ইরানের স্বাস্থ্য ও মেডিকেল বিজ্ঞান মন্ত্রণালয় ও ওসকু কাউন্টির গভর্নরকে এই পুরস্কার তুলে দেন। হু এর ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক ডা. আহমেদ আল মানধারি ভারচুয়ালি এতে উপস্থিত ছিলেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।