শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের সার্বিক অর্থনৈতিক সূচকগুলো ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে’

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬ 

news-image

আমদানির তুলনায় রফতানি বৃদ্ধি ছাড়াও ইরানের সার্বিক অর্থনৈতিক সূচকগুলো ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে। ইরানের কাস্টমস প্রশাসন বলছে, দেশটির অর্থনীতিতে বিশেষ করে বিদেশের সঙ্গে বাণিজ্যে অভূতপূর্ব উদ্বৃত্ত সুস্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ কাস্টমস তথ্য থেকে দেখা যাচ্ছে, এক সপ্তাহ আগে ইরানের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ গত এক বছরে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯১৬ বিলিয়ন ডলার।

একই সঙ্গে ইরানের বাণিজ্য ভারসাম্যের পরিমাণ ইতিবাচক হয়ে উঠছে। এবং রফতানির পরিমাণ হচ্ছে ৪২ দশমিক ৪১৫ বিলিয়ন মার্কিন ডলার যেখানে আমদানি হয়েছে ৪১ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা। এছাড়া বিদেশি পণ্য ব্যবহার হ্রাস পেয়েছে যার অর্থনৈতিক মূল্য ১২ বিলিয়ন ডলার।

ইরানের প্রধান রফতানি পণ্য হচ্ছে গ্যাস কনডেনসেট, তেল, পেট্রোকেমিক্যাল পণ্য। আর আমদানিকৃত প্রধান পণ্য হচ্ছে গোখাদ্য, গম ও চাল। চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও ভারত হচ্ছে ইরানের পণ্যের প্রধান আমদানিকারক দেশ। চীন, দক্ষিণ কোরিয়া ও আমিরাত থেকে ইরান বেশিরভাগ পণ্য আমদানি করে। একই সঙ্গে ইরানের কৃষি খাতে ৩ দশমিক ২ ভাগ, শিল্পে ১ দশমিক ২ অধিক প্রবৃদ্ধি হচ্ছে।

সূত্র: প্রেস টিভি