মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সারদাশত বাধকে ঘিরে ব্যাপক পর্যাটন সম্ভাবনা

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২১ 

news-image

ইরানের সারদাশত বাধ ও এর চারপাশের আকর্ষণীয় ভূদৃশ্য জনপ্রিয় একটি পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। পশ্চিম আজারবাইজান প্রদেশের গভর্নর জেনারেল মোহাম্মাদ মেহদি শাহরিয়ারি এই সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

সিএইচটিএন এর প্রতিবেদনে বলা হয়, তিনি বলেন, স্থানটি সীমান্ত শহর হওয়ার কারণে মূল্যবান ও পর্বতীয় প্রাকৃতি রয়েছে। পর্যটন ও কৃষি উন্নয়নের জন্য সারদাশতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

শাহরিয়ারি বলেন, শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে সক্ষমতা উন্মোচন করতে হলে সারদশাত বাধে পর্যটন অবকাঠামোর দিক দিয়ে অধিক বিনিয়োগ প্রয়োজন।

তিনি বলেন, অঞ্চলের পর্যটন খাতের প্রসারে হোটেল, অ্যাপার্টমেন্ট হোটেল ও ইকো-লজ ইউনিট ইত্যাদি আবাসিক সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।

মার্চের শুরুর দিকে ইরানের পানি ও বর্জ্য পানি বিষয়ক মন্ত্রণালয়ের জ্বালানি উপমন্ত্রী কাশেম তাকিজাদেহ খামেসি ঘোষণা দিয়েছিলেন, ইরান জুড়ে অবস্থিত ৩০টি বাধকে পর্যটন গন্তব্যে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। এসব বাধে পর্যটন অবকাঠামো বিকাশে মোট ১৩শ বিলিয়ন রিয়াল (৩০ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।