ইরানের সামুদ্রিক মাছ রফতানি বৃদ্ধি
পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০১৮

গত অর্থ বছরে ইরান ১ লাখ ৩৭ হাজার ৫৮০ টন সামুদ্রিক মাছ রফতানি করে ৫০৭ মিলিয়ন ডলার আয় করেছে। এর আগের বছরের তুলনায় পরিমানের দিক থেকে তা ২৪ ও অর্থমূল্যে ২২ ভাগ বেশি। ইরানের সিফুড কোয়ালিটির মহাপরিচালক ইসা গোলশাহি এ তথ্য জানান। রফতানির মধ্যে চিংড়ি মাছ রফতানি হয়েছে ২৪ হাজার ৭৮০ টন এবং এতে আয় হয়েছে ১১৬ মিলিয়ন ডলার। চিংড়ি রফতানি আগের বছরের তুলনায় পরিমানগতভাবে বেড়েছে ৬৪ ও মূল্যের দিক থেকে ৬৭ ভাগ। এরফলে ইরান চিংড়ি রফতানিতে রেকর্ড গড়ে। আর সামুদ্রিক মাছ রফতানি হয়েছে একই সময়ে ৬৬ হাজার ৫৩০ টন যার আর্থিক মূল্য ১৫৯ মিলিয়ন ডলার। এধরনের পণ্য পরিমাণগতভাবে ২০ ও অর্থমূল্যে ১৭ ভাগ বৃদ্ধি পেয়েছে।
ইরান সামুদ্রিক মাছ রফতানি করে চীন, ফিলিপাইন, স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, মালয়েশিয়া, ভারত সহ বিভিন্ন দেশে। ফিনান্সিয়াল ট্রিবিউন