শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুদের ধারণা নেই’

পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশের সামরিক ও যুদ্ধ সক্ষমতা সম্পর্কে শত্রুদের পূর্ণাঙ্গ ধারণা নেই। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী তাদের দেশের বিরুদ্ধে শত্রুদেরকে কখনো বিপদের ঝুঁকি সৃষ্টির সুযোগ দেবে না। 

রাজধানী তেহরানে মঙ্গলবার এক অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন, দেশের গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে ইরান এতটা নিরাপদ রয়েছে। শত্রুদের নানামুখী ষড়যন্ত্রের পরও ইরানের নিরাপত্তা বাহিনী দেশকে সফলতার সঙ্গে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।   

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ব্যয়ভার বহনের ক্ষমতা নেই আমেরিকার। শত্রুরা ধারণা করতে ও হিসাব করতে ব্যর্থ হয়েছে এবং এই প্রথম মার্কিনিরা যুদ্ধের কারণে মন্দা অবস্থার মধ্যে পড়েছে। বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা আমেরিকাকে নতুন কোনো যুদ্ধ শুরু করতে বাধা দিচ্ছে বলেও জেনারেল সালামি মন্তব্য করেন।সূত্র: পার্সটুডে