বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সামরিক সক্ষমতা শত্রুকে হতবিহ্বল করে দিয়েছে: জেনারেল মুসাভ

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০১৯ 

news-image

ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, দেশ রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তিমত্তা শত্রুকে হতবিহ্বল করে দিয়েছে।

তিনি শনিবার তেহরানে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, যেকোনো আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত ৩১ আগস্ট এক ভাষণে বলেন, আত্মরক্ষা ও শত্রুর ওপর হামলা করার সক্ষমতা বাড়ানোর পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। তিনি আরো বলেন, মানবতা ও বিবেকের প্রতি ভ্রুক্ষেপহীন সাম্রাজ্যবাদীরা যে বিশ্বে ধারক ও বাহক হয়ে বসে আছে সে বিশ্বে আত্মরক্ষার ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ ততক্ষণ নিরাপদে থাকবে যতক্ষণ শত্রু  ইরানের সামরিক সক্ষমতা ও শক্তিমত্তাকে ভয় পাবে। পার্সটুডে।