ইরানের সাথে যৌথভাবে গাড়ি নির্মাণে আগ্রহী চীন
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/03/11-GAC-ED.jpg)
চীন ও রাশিয়ায় যৌথ অংশিদারিত্বের ভিত্তিতে গাড়ি নির্মাণ করতে চায় বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গুয়াংঝু অটোমেটিভ গ্রুপ জিএসি। বেইজিংএর একটি ওয়েবসাইট ইবাদা বলছে চীন ইতিমধ্যে ইরান ও রাশিয়ার বাজার জরিপ করে এ দুটি দেশে গাড়ি তৈরির জন্যে আগামী দেড় বছরের মধ্যে কারখানা স্থাপন করতে চাচ্ছে। এজন্যে দেশদুটিতে স্থানীয় পার্টনার খুঁজছে জিএসি। চীনের জন্যে রাশিয়া ও ইরান হচ্ছে বিশেষ বাজার। কিন্তু রাশিয়ায় অর্থনৈতিক গতি শ্লথ হয়ে পড়ায় দেশটিতে চীনা পণ্য বিক্রি কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দর কমে যাওয়া, রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ ও রুবলের দরপতনে চীনের পণ্য দেশটিতে গত বছর ৫৩ ভাগ কম বিক্রি হয়েছে। এরপরেও রাশিয়ায় গত বছর ৩৯ হাজার ৮৫টি গাড়ি বিক্রি করেছে চীন। ইরানে একই সময় বিক্রি হয়েছে ৪০ হাজার গাড়ি বিক্রি করেছে চীন। জিএসি একই সঙ্গে আমিরাত, কুয়েত, লেবানন ও কাতারে বিশাল পরিমাণে গাড়ি বিক্রি করছে। চীনা এ কোম্পানির গাড়ি রফতানি বৃদ্ধির বিষয়টি সুনজরে দেখছে না যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। তবে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার ধরার প্রস্তুতি নিয়েছে জিএসি। চীনের গুয়াংঝু প্রদেশে জিএসি জাপানের টয়োটা, হোন্ডা মোটর ও ফিয়াটের সঙ্গে যৌথ উদ্যোগে গাড়ি উৎপাদন করে থাকে। সূত্র:ফিন্যান্সিয়াল ট্রিবিউন