বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সাউথ পার্স গ্যাস কনডেনসেটের লোডিং ক্ষমতা বেড়েছে  

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ 

news-image
ইরানের দক্ষিণ পার্সের ফেজ ১৯-এর অপারেটর সেখানকার  সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) এর মাধ্যমে এক মিলিয়ন ব্যারেল গ্যাস কনডেনসেটের চালান লোড করতে সমর্থ হয়েছে। পার্স অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির কর্মকর্তা সাইয়্যেদ হোসেন আজিমি জানানসাউথ পার্সের চতুর্থ শোধনাগার থেকে গ্যাস কনডেনসেটের লোডিং ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এধরনের গ্যাস স্থানান্তর সম্ভব হয়।

একই সঙ্গে চতুর্থ সাউথ পার্স এসপিএম ব্যবহার করে রপ্তানি টার্মিনাল-২ এর কনডেনসেট লোডিং ক্ষমতা বাড়ানো সম্ভব হবে এবং আসন্ন শীতকালে গ্যাস ও গ্যাস কনডেনসেটের স্থিতিশীল উৎপাদনের বিষয়টি নিশ্চিত করবে। গ্যাস কনডেনসেটের প্রথম চালান স্থানান্তর করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে তিন দিন। এধরনের স্থানান্তরে ৩৬ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে গ্যাস কনডেনসেট এসপিএমে স্থানান্তর করা হয়। মেহর