ইরানের সশস্ত্র বাহিনীর নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৪

ইরানের সশস্ত্র বাহিনী সর্বশেষ সাফল্যগুলো উন্মোচন করেছে।শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব সাফল্যের উন্মোচন করা হয়। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের সূচনা উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশজুড়ে সামরিক কুচকাওয়াজ শুরু করেছে।
অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের নতুন হাইপারসনিক মিসাইল ‘ফাত্তাহ’ও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
ক্ষেপণাস্ত্রটি তৈরির মাধ্যমে ইরান এই প্রযুক্তির মালিক চারটি দেশের মধ্যে একটি হয়ে গেল। সূত্র: মেহর নিউজ