শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে শোকানুষ্ঠান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে মহানবীর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.)’র শাহাদাতের পূর্বরাতের বিশেষ শোকানুষ্ঠান পালিত হয়েছে। গতরাতের একটি শোকানুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও অংশগ্রহণ করেন।

সেখানে দেশের বিশিষ্ট কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতি বছরই ইরানের সর্বোচ্চ নেতা সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের শোকানুষ্ঠানে অংশ নেন।

গতরাতের ওই শোকানুষ্ঠানে শোকগাথা পড়ে শোনান বিশিষ্ট বক্তা হুজ্জাতুল ইসলাম রাফিয়ি। তিনি কারবালার ঘটনা আবারও সবার সামনে বর্ণনা করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সবাই কান্নায় ভেঙে পড়েন।

ইরানি জাতি যাতে তাদের ইসলামি ও বিপ্লবী মহান লক্ষ্য অর্জনে সফল হতে পারে সেজন্য এ সময় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।সূত্র: পার্সটুডে।