শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সর্বোচ্চ নেতাকে কুরআন উপহার দিলেন পুতিন

পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৫ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকে কয়েক’শ বছর আগে হাতে লেখা একটি কোরআন শরীফ  পবিত্র কুরআন উপহার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি চমৎকার বাক্সে করে রাশিয়া থেকে কুরআনটি সঙ্গে নিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো কোরআনগুলোর একটি।

30792aa021c90795dfd591bea73e6a4a_XLসোমবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নেমেই ভ্লাদিমির পুতিন সরাসরি চলে যান সর্বোচ্চ নেতার কাছে। সেখানে তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন এবং পবিত্র কুরআন উপহার দেন। সর্বোচ্চ নেতা মূল্যবান কুরআন শরিফটি পড়ে দেখেন, পুতিনকে ধন্যবাদও জানান।

ইরানের সর্বোচ্চ নেতা যখন কুরআন শরিফটি পড়ে দেখছিলেন তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন ইরানে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ’এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরানে যান। সূত্র: তেহরান টাইমস, প্রেস টিভি