ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/4by458c623cf3f1x2r0_800C450.jpg)
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদর আল-বুসায়িদি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রশাসনের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে মাস্কাট।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দেন। এরপর তিনি পদস্থ প্রতিনিধিদল নিয়ে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বুসায়িদি গত আট বছরে ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার কাজে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জারিফের নিরসল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পরের আরো বেশি কাছে নিয়ে আসার লক্ষ্যে মাস্কাট সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদর আল-বুসায়িদি
সাক্ষাতে ওমান ও ইরানের মধ্যকার সম্পর্ককে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অনুকরণীয় আদর্শ বলে উল্লেখ করেন জারিফ। তিনি ইরানের পরবর্তী সরকারের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠতা বজায় রাখতে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তেহরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত এপ্রিলে কাতার ও ইরাক সফর শেষে ওমান সফর করেছিলেন। পার্সটুডে/