শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির চেষ্টা করছে বাংলাদেশ

পোস্ট হয়েছে: মে ২, ২০১৭ 

news-image

চলতি ২০১৭ সালে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে উন্নীত করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। ইরানের চেম্বার অব কর্মাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক আবুলফজল রাহনামা’র সঙ্গে রোববার এক বৈঠকে এ কথা বলেছেন তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন।

তিনি আরও বলেছেন, ২০১৬ সালে ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বেড়ে ১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন আরও বাড়ানোর চেষ্টা চলছে।

সবুর হোসেন বলেন, বাংলাদেশ বেসরকারি খাতেও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে ঢাকা প্রস্তুত রয়েছে।

এ সময় ইরানের চেম্বার অব কমার্সের মহাপরিচালক আবুলফজল রাহনামা বলেন, তারা বাংলাদেশে বাণিজ্যিক প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ থেকেও এ ধরনের প্রতিনিধি দল ইরান সফরে আসবে বলে তিনি আশা করছেন। রাহনামাও দুই দেশের মধ্যে বেসরকারি খাতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন। সূত্র: পার্সটুডে।