ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০১৭

ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁইয়া ইরানের সেমনানে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
বুধবার তেহরানের পূর্বে অবস্থিত সেমনান শহরে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আফগানিস্তানের রাষ্ট্রদূত, চীনের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল, সেমনানের গভর্নর ও বাংলাদেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন।
বৈঠকে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ইরানের সঙ্গে তার দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দুই দেশের এ সংক্রান্ত সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করার পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সফর ও সংলাপ বাড়াতে হবে। দুই দেশের দূতাবাসগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে সেমনানের গর্ভনর মোহাম্মাদ রেজা খাব্বাজ তার প্রদেশে বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ পর্যন্ত বিশ্বের বহু দেশ সেমনান প্রদেশে পুঁজি বিনিয়োগের লক্ষ্যে চুক্তি সই করেছে। এ ছাড়া, নতুন যেকোনো পুঁজি বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলেও তিনি বিদেশি প্রতিনিধিদের আশ্বাস দেন।- পার্সটুডে।