ইরানের শুকনো ফল-বাদাম রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ
পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/04/3475261.jpg)
গত ফারসি বছর (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ইরানের শুকনো ফল ও বাদাম রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) এক কর্মকর্তা এই তথ্য জানান।
টিপিও এর রপ্তানি সমন্বয় কার্যালয়ের মহাপরিচালক মাহমুদ বাজারি বলেন, মার্কিন অবরোধ মোকাবেলা করে ১২ মাসে ইরানের শুকনো ফল ও বাদাম রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। আগের বছরের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।
তিনি আরও বলেন, গত বছর ইরানের ৭ লাখ ৭৬ হাজার টন শুকনো ফল রপ্তানি হয়েছে। ওজনের দিক দিয়ে যা বেড়েছে ৫৪ শতাংশ। ইরানের বড় রপ্তানি গন্তব্য হচ্ছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, ইরাক, পাকিস্তান, জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, ভিয়েতনাম এবং আফগানিস্তান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।