ইরানের শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে বিজয়ী যারা
পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০২০

ইরানের ইসফাহানে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের (আইসিএফএফ) বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানী তেহরানের বুক গার্ডেনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরআগে গেল রোববার (১৮ অক্টোবর) উৎসবের এবারের ৩৩তম পর্বের উদ্বোধন করা হয়।
৩৩তম আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের জনসংযোগ অফিস এই তথ্য জানায়।
আন্তর্জাতিক বিভাগে পুরস্কার:
‘ফ্রিতজি (অ্যা রেভোলুশনারি টেইল)’ এর জন্য সিআইএফইজে স্পেশাল পুরস্কার লাভ করেছেন রালফ কুকুলা ও ম্যাথিয়াস ব্রুন। অ্যানিমেটেড শর্ট ফিল্ম সেকশনে গোল্ডেন বাটারফ্লাই ও ডিপ্লোমা অব অনার লাভ করেছেন মারিয়ম কাশকৌলিনিয়া। তিনি ‘দ্যা ইলেভেন্থ স্টেপ’ এর জন্য এই পুরস্কার লাভ করেন।
শর্ট ফিকশন চলচ্চিত্র সেকশনে গোল্ডেন বাটারফ্লাই ও ডিপ্লোমা অব অনার লাভ করেন আব্দেনুরি জিয়ানে। তিনি পুরস্কার পান ‘সামার ফাস্টিং’ চলচ্চিত্রের জন্য। টেকনিক্যাল অ্যাটিভমেন্ট সেকশনে চলচ্চিত্র ‘লুপেটৌ’ এর জন্য গোল্ডেন বাটারফ্লাই ও ডিপলোমা অব অনার পেয়েছেন নির্মাতা আব্বাস আসকারি।
শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগে সেরা পরিচালক অ্যাওয়ার্ড জিতেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার মজিদ মাজিদি। তিনি ‘দ্যা সান’ এর জন্য গোল্ডেন বাটারফ্লাই ও ডিপ্লোমা অব অনার লাভ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।