ইরানের শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে ২৭ দেশের অতিথি
পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৯

ইরানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে বিশ্বের ২৭টি দেশ থেকে অতিথি যোগ দিচ্ছেন। মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের এবারের ৩২তম আসর বসবে চলতি মাসের শেষে। উৎসবের পরিচালক আলিরেজা তাবেশ একথা জানান।
উৎসবে অংশগ্রহণের জন্য যেসব ছবি জমা দেওয়া হয়েছে তার মানের ওপর গুরত্বারোপ করেন তিনি। বলেন, ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ উৎসবের জন্য ছবি নির্মাণ করার প্রথা ত্যাগ করেছে। চলচ্চিত্রের সংখ্যার পরিবর্তে মানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাবেশ বলেন, উৎসবের এবারের আসরে একটি ভিডিও লাইব্রেরি বিভাগ চালু করেছি এবং এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবেশকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য ২৩৫টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে ১০০টি ফিচার, ৪৫টি অ্যানিমেশন ফিচার, ৪০টি অ্যানিমেশন শর্ট ও ৫০টি শর্ট ফিকশন। আন্তর্জাতিক মনোয়ন বোর্ড এসব ছবি থেকে প্রদর্শনের জন্য ৪২টি ছবি বাছাই করেছেন।
৩২তম আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে ইসফাহান প্রদেশে ১৯ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৬ আগস্ট। সূত্র: মেহর নিউজ এজেন্সি।মেহর নিউজ ।