বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে দেড় শতাধিক ছবি

পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০১৯ 

news-image
ইরানের ইসফাহানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ৪৪টি দেশের ১৫৮টি ছবি। উৎসবের এবারের ৩২তম আসরে এসব ছবি অংশ নেবে। উৎসবের পরিচালক আলিরেজা তাবেশ এই তথ্য জানিয়েছেন। 
 
ঐতিহাসিক শহর ইসফাহানে সাংবাদিকদের তিনি বলেন, এই বছরের উৎসব চাহার বাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্ট্রিটে  অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইসফাহান সৃজনশীল নগর হিসেবে পরিচিত। এই নগরের উচিত শিশু-কিশোরদের জন্য সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখা। 
 
তাবেশ আরও জানান, আন্তর্জাতিক এই উৎসবে ইরান ও অপর ৪৪টি দেশের ১৫৮টি ফিচার ও শর্ট ফিল্ম, শর্ট অ্যানিমেশন, ওয়েব সিরিজ ও বিশেষ শো দেখানো হবে। এই বছরে দর্শকদের সংখ্যা ২০ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, ১১টি হলে ২ হাজার ৪শ জনের আসন ব্যবস্থা রয়েছে। 
 

উৎসব পরিচালক জানান, ৩২তম আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব ইসফাহান প্রদেশে ১৯ আগস্ট শুরু হবে। সপ্তাহব্যাপী উৎসবের পর্দা নামবে ২৬ আগস্ট। সূত্র: মেহর নিউজ এজেন্সি।