মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের শিল্প পার্কে ২.১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট

পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০২০ 

news-image

ইরানের শিল্প পার্কগুলো গত ফারসি বছর (২০ মার্চ ২০১৮৯ থেকে ১৯ মার্চ ২০২০) ২৩১ জন বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে মোট ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ তথ্য-উপাত্তে এই চিত্র উঠে এসেছে।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত পরিমাণ বিনিয়োগে শিল্প পার্ক ও জোনগুলোতে ১৯ হাজার ৮৬২ জনের কর্মসংস্থান হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের শিল্প পার্ক ও জোনগুলোতে ১১ শতাধিক রপ্তানি শিল্প ইউনিট চালু রয়েছে। এসব পার্ক থেকে বছরে রপ্তানি হয় ১২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।  সূত্র: তেহরান টাইমস।