রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের শিল্প-খনি-বাণিজ্য খাতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১৩৬ শতাংশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০২১ থেকে ২০ জানুয়ারি ২০২২) প্রায় ৩ দশমিক ৪৮৫ বিলিয়ন ডলার মূল্যের ১২৯টি বিদেশি বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেছে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৩৫ দশমিক ৯ শতাংশ বেশি।মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, আগের বছরের প্রথম ১০ মাসে ১ দশমিক ৪৭৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১০৪টি বিদেশি বিনিয়োগ প্রকল্প অনুমোদিত হয়েছিল।প্রতিবেদন অনুযায়ী, উল্লেখিত ১০ মাসে অনুমোদিত বিনিয়োগ প্রকল্পের সংখ্যাও গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।