ইরানের রেল খাতে বিনিয়োগ করবে ভারত
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০১৮

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে রেলপথ তৈরিতে ভারত বিনিয়োগের বিষয়টি সক্রিয় বিবেচনা করছে। ওই অঞ্চলে চবাহার সমুদ্র বন্দর নির্মাণে ভারত ইতমধ্যে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পর রেলখাতে বিনিয়োগ হবে এর অতিরিক্ত। ইরানের সড়ক ও শহর উন্নয়ন উপমন্ত্রী খেইরোলাহ খাদেমি জানান, চবাহার-জাহেদান রেলপ্রকল্প বাস্তবায়ন করতে চায় ভারত। এ নিয়ে আলোচনা চলছে।
এদিকে তেহরানে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের সঙ্গে এক বৈঠকের পর খাদেমি বলেছেন, ভারত বিনিয়োগ করলেও ইরান একই প্রকল্পে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ভারতের রাষ্ট্রদূত ইরানের সঙ্গে এধরনের প্রকল্প বাস্তবায়নে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তেহরান টাইমস