ইরানের রেলখাতে ১.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে রাশিয়া
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০১৮

ইরানের গারমসার-ইঞ্চিবোরোন রেলখাতে বিদ্যুতায়নের জন্যে রাশিয়া বিনিয়োগ করবে ১.২ বিলিয়ন ইউরো। সোমবার তেহরানে দুই দেশের রেল কর্মকর্তারা একটি অনুষ্ঠানে এ নিয়ে বক্তব্য রাখেন। ইরানের সেমনান প্রদেশের গারমসার থেকে গোলেস্তান প্রদেশের ইঞ্চিবোরোন পর্যন্ত ৪৯৫ কিলোমিটার রেলপথে বিদ্যুতায়নের কাজ শীঘ্রই শুরু হবে। ২০১৬ সালে এ লক্ষ্যে দুটি দেশ একটি সমঝোতা স্বাক্ষর করেছিল।
এ রেলপথের ট্রাক, স্টেশন, সিগনালিং ব্যবসথা সহ সবধরনের অবকাঠামোতে অর্থায়ন করবে রাশিয়া। এছাড়া ইরান সরকার প্রতিবছর রেল খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে থাকে। ইরান রেলের এমডি সাইদ মোহাম্মদজাদেহ বলেন,রাশিয়ার এধরনের বিনিয়োগের মাধ্যমে ইরান প্রযুক্তিগতভাবে উপকৃত হবে। তেহরান টাইমস