ইরানের রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে সিনেমা আহ্বান
পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/07/3467240-600x375-1.jpg)
ইরানে রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের তাদের সিনেমা দাখিলের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। শরৎকালে উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অংশগ্রহণকারী ছবিগুলো ফিকশন ও ডকুমেন্টারি- এই পৃথক দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি বিভাগে হেলথকেয়ার ডিফেন্ডারস সহ মোট আটটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের ‘হেলথকেয়ার ডিফেন্ডারস’ বিভাগটি করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নিঃস্বার্থ ও বীরত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য উৎসর্গ করা হয়েছে।
পুরো উৎসবকে জাতীয় ও আন্তর্জাতিক দুই ভাগে ভাগ করা হয়েছে। জাতীয় পর্বের উৎসব অনুষ্ঠিত হবে ২১ থেক ২৭ সেপ্টেম্বর। আর আন্তর্জাতিক পর্বের উৎসব বসবে ২১ থেকে ২৭ নভেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।