ইরানের রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে সিনেমা আহ্বান
পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২০

ইরানে রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের তাদের সিনেমা দাখিলের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। শরৎকালে উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অংশগ্রহণকারী ছবিগুলো ফিকশন ও ডকুমেন্টারি- এই পৃথক দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি বিভাগে হেলথকেয়ার ডিফেন্ডারস সহ মোট আটটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের ‘হেলথকেয়ার ডিফেন্ডারস’ বিভাগটি করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নিঃস্বার্থ ও বীরত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য উৎসর্গ করা হয়েছে।
পুরো উৎসবকে জাতীয় ও আন্তর্জাতিক দুই ভাগে ভাগ করা হয়েছে। জাতীয় পর্বের উৎসব অনুষ্ঠিত হবে ২১ থেক ২৭ সেপ্টেম্বর। আর আন্তর্জাতিক পর্বের উৎসব বসবে ২১ থেকে ২৭ নভেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।