শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের রেজিস্টেন্স উৎসবে চলচ্চিত্র আহ্বান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২০ 

news-image

ইরানে অনুষ্ঠিতব্য ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক নির্মাতাদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। উৎসবের আন্তর্জাতিক বিভাগে অংশ নিতে আগ্রহীদের ২০ অক্টোবরের মধ্যে চলচ্চিত্র দাখিল করতে হবে। উৎসবের আয়োজকরা এই তথ্য জানিয়েছেন।

ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল পর্ব তথা আন্তর্জাতিক বিভাগের ইভেন্ট ২১ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ‘মেইন কমপিটিশন’, ‘রেজিস্টেন্স প্রমিনেন্ট মারটায়ার- স্পেশাল সেকশন’, ‘বেস্ট ফিল্ম কম্পিটিশন ইন অ্যাবসুলেট সেন্স’ ও ‘ন্যারেশনস অব পেন – স্ক্রিপ্ট রাইটিং কম্পিটিশিন’ ইত্যাদি শিরোনামে এই বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

উৎসবের প্রতিযোগিতার জন্য মনোনীত ছবির তালিকা প্রকাশ করা হবে ১৫ নভেম্বর।

রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণে আগ্রহী সিনেমা অবশ্যই নতুন হতে হবে অথবা ২০১৮ সালের জানুয়ারির পরে নির্মিত হতে হবে। এতে দেশ-বিদেশি উভয় চলচ্চিত্রকাররা তাদের চলচ্চিত্রকর্ম জমা দিতে পারবেন। অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রগুলোকে ইংরেজি সাবটাইটেলে পাঠাতে হবে এবং বিনামূল্যে চলচ্চিত্র দাখিল করা যাবে।

আন্তর্জাতিক বিভাগে যোগাযোগের ইমেইল: [email protected]

উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবের পর চালু হওয়া প্রথম কোনো চলচ্চিত্র উৎসব হচ্ছে রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত উৎসবটির ১৫টি দ্বিবার্ষিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক-ইহুদিবাদ প্রতিরোধের প্রতীক হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।