বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের রহস্যময় প্রাকৃতিক নিদর্শন ‘নিয়াসার গুহা’

পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২০ 

news-image

ইরানের একটি ব্যতিক্রমধর্মী ও রহস্যময় প্রাকৃতিক নিদর্শন ‘গারে নিয়াসার’ বা ‘নিয়াসার গুহা।’ ব্যতিক্রমধর্মী বলার কারণ হলো- এ ধরনের নিদর্শন সমগ্র পৃথিবীতে বিরল।

প্রায় দুই হাজার বছরের প্রাচীন এ নিদর্শনটি ইরানের কাশান শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ গুহার মধ্য দিয়ে বিভিন্ন দিকে যাওয়ার পথ চলে গেছে।

মানুষের তৈরি এই গুহাটির দৈর্ঘ্য ১৭০০ মিটার। তবে ঠিক কী উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ মেলেনি।

অবশ্য প্রত্নতত্ত্ববিদগণ মনে করেন- ধর্মীয় উদ্দেশ্যে এই গুহাটি তৈরি করা হয়েছিল। এক ধর্মীয় স্থাপনা থেকে অন্য উপাসনালয়ে যাওয়া হতো ওই গুহার মধ্যদিয়ে। পার্সটুডে