রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের রপ্তানিতে কৃষিখাতের অবদান ১৭ শতাংশ

পোস্ট হয়েছে: জুন ৬, ২০২১ 

news-image

ইরানের মোট রপ্তানিতে কৃষি পণ্যসামগ্রীর ১৭ শতাংশের বেশি অবদান রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহোল্লাহ লাতিফি মঙ্গলবার এই তথ্য জানান।

তিনি বলেন, গত ইরানি বছর ইরানের মোট রপ্তানির ৭ দশমিক ৭ শতাংশ ছিল খাদ্য ও কৃষি পণ্য। যা মূল্যের দিক দিয়ে মোট রপ্তানির মূল্যের ১৭ দশমিক ৬ শতাংশ।

আইআরআইসিএ মুখপাত্র জানান, গত বছর ইরান থেকে ৬১ কোটি ৬৭ লাখ ২৯ হাজার ১৬৪ মার্কিন ডলার মূল্যের ৮৮ লাখ ৩২ হাজার ২৫৭ টন কৃষি, পশুসম্পদ, মৎস্য ও খাদ্য পণ্য রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।