শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের মোয়াইন আল মোলক মাজারে টাইলসের কারুকাজ

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০১৭ 

news-image

ঐতিহাসিক ঘটনা সম্বলিত সিরামিকসের টাইলসের কারুকাজ শোভা পাচ্ছে ইরানের মোয়াইন আল-মোলক মাজারে। এধরনের কারুকাজের মধ্যে দিয়ে উঠে এসেছে ঐতিহাসিক মুহুর্তের নানা স্মৃতি। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে ওই মাজারের দেওয়ালে টাইলসের কারুকাজ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ২৫ এপ্রিল তা স্থাপন করা হয়।

এধরনের টাইলসের কাজ ছাড়াও বিস্তৃতি ক্যানভাসের ছবি, অট্টালিকার দেওয়ালে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিবরণ সম্বলিত চিত্রকর্মের জন্যে ইরানে পর্যটকরা ছুঁটে যান। শাহনামে রাজ্যের শাসনামল ছাড়াও স্থানীয় নানা ধরনের উপাধি, ঘটনাবলী বিবৃত হয়ে ওঠে এসব চিত্রকর্মে। ১৯শতকের নানা রাজকীয় রীতিনীতিও এসব কারুকাজের মধ্যে একটি প্রধান স্থান দখল করে রেখেছে। সূত্র: তেহরান টাইমস।