ইরানের মোট রপ্তানির ৭৪ শতাংশ যায় ৫ দেশে
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২১

ইরানের মোট রপ্তানির ৭৪ শতাংশ যায় ৫ দেশে। দেশটির শীর্ষ ওই পাঁচ গন্তব্য দেশ হলো চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক ও আফগানিস্তান। চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন ২০২১) এই চিত্র উঠে এসেছে।
শনিবার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান হামিদ জাদবুম বলেন, বছরের প্রথম তিন মাসে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক ও আফগানিস্তান ইরানের প্রথম রপ্তানি টার্গেট বাজার হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি আরও জানান, উল্লিখিত তিন মাসে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক ও আফগানিস্তানে ইরানের মোট রপ্তানি থেকে যথাক্রমে ২৯, ২২, ১২, ৬ ও ৫ শতাংশ রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।