ইরানের মোট রপ্তানির শতকরা ১৫ ভাগ কৃষিপণ্য
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bsk3561cdbd5e1h6sm_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে শতকরা ১৫ ভাগ রয়েছে কৃষিপণ্য। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার রপ্তানি সমন্বয় বিষয়ক কার্যালয়ের মহা পরিচালক মাহমুদ বাজারি বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার বিষয়ে নানামুখী নীতির কারণে গত দুই বছরে কৃষি ও খাদ্য শিল্পগুলো যথেষ্ট ভোগান্তির মুখে পড়েছে। তবে স্থানীয় চাহিদা মেটানো ও অর্থকরী পণ্যের অপচয়রোধে সরকার নতুন করে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এতে এ ভোগান্তি কেটে যাবে।
এদিকে, ইরানের কৃষি উপমন্ত্রী জিহাদ আব্বাস কেশাভার্জ জানিয়েছেন, তার দেশ গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি বলেন, চলতি বছর এক কোটি ৪৫ লাখ টন গম উৎপাদন হয়েছে যা অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি।
তিনি সাংবাদিকদের জানান, এ বছর আর গম আমদানি করার প্রয়োজন হবে না। ইরান সাধারণত বিন, গম, তুলা, বার্লি ও তেলবীজ আমদানি করে থাকে। এর মধ্যে ইরান বর্তমানে বেশ কিছু পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পার্সটুডে।