মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের মেডিকেল পর্যটনের প্রসারে সাহায্য করতে পারে আইআরসিএস

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২১ 

news-image

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ জাভাদ শারিয়াতি বলেছেন, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)  দেশের মেডিকেল পর্যটনের প্রসার ঘটানোর সক্ষমতার অধিকারী। তিনি জোর দিয়ে বলেন, সুযোগ সুবিধা ও ভিসা প্রদান করা হলে এবং কঙ্গো থেকে ইরানে মেডিকেল পর্যটক পাঠালে দেশের স্বাস্থ্য পর্যটনের উন্নয়নের পথ প্রশস্ত হবে।ইরানি রাষ্ট্রদূত ইরানের স্বাস্থ্য ও মেডিকেল সক্ষমতা তুলে ধরা এবং কঙ্গোতে আইআরসিএস কেন্দ্রের স্ব-শাসনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।এদিকে রোববার ইউরোপীয় নাগরিক সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেছে।উল্লেখ্য, বর্তমানে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি ১৩টি এশীয়, আফ্রিকান এবং লাতিন আমেরিকার দেশের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছে। সূত্র: তেহরান টাইমস।