ইরানের মুসলিম নারীদের গৌরবোজ্জল ইতিহাস
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০

ইরানের সমসাময়িক ইতিহাস প্রতিরক্ষার বিভিন্ন প্রেক্ষাপট, যুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইরানের মুসলিম নারীদের ব্যাপক ও সক্রিয় উপস্থিতির সাক্ষ্য বহণ করছে। এসব নারীরা তাদের আদর্শ এবং বিশ্বাসের জন্য আবেগ-অনুভুতিকে উপেক্ষা করেছে, তারা ইরান-ইরাক যুদ্ধে মৌলিক এবং মূল্যবান ভূমিকা পালন করেছে এবং আশুরার শিক্ষা অনুসরণ করে ‘‘অবিস্মরণীয়” মহাকাব্য তৈরি করেছে। ঠিক যেমন ইমাম খোমেনি (রহঃ) তাদের ভূমিকা সম্পর্কে বলেছেন: আমরা ইসলামী আন্দোলনের বিজয়ে এই মহান শ্রেণীর (ইরানের সম্মানিত নারীদের) জন্য গর্বিত, যারা ইসলামি রাষ্ট্র, কোরআন ও বিপ্লবের প্রতিরক্ষার ক্ষেত্রে মূল্যবান ও সাহসী উপস্থিতির মাধ্যমে বিজয় অর্জনে ভূমিকা রেখেছে এবং ইসলামি বিপ্লবের অগ্রভাগ ও পশ্চাত উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকার পাশাপাশি ত্যাগের জন্য প্রস্তুত রয়েছেন।
আরোপিত যুদ্ধে শহীদদের তালিকা থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, শহীদ নারীদের সংখ্যা ৬৪২৮ জন, যার মধ্যে ৫০০ জন ছিলেন স্থলযোদ্ধা এবং তারা যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতির ভাষায়, বিগত অত্যাচারী শাসকের মোকাবেলায় আমাদের সম্মানিত নারীরা বিজয় অর্জন করার পর এহেন পরাশক্তি ও তাদের মিত্রদের মোকাবেলায় প্রতিরোধের ক্ষেত্রে যে দৃঢ়তা এবং সাহসিকতার নজির সৃষ্টি করেছেন সেরূপ দৃষ্টান্ত কোন যুগের পুরুষদের দৃঢ়তা এবং সাহসিকতার ইতিহাসেই লিপিবদ্ধ হয়নি।
সমস্ত রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে নারীদের ভূমিকা, ইরানের সমসাময়িক ইসলামী আন্দোলনে এবং বিদেশীদের সাথে দ্বন্দ্বের সমস্ত ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের সক্রিয় ভূমিকা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে।